Requirements not met

Your browser does not meet the minimum requirements of this website. Though you can continue browsing, some features may not be available to you.


Browser unsupported

Please note that our site has been optimized for a modern browser environment. You are using »an unsupported or outdated software«. We recommend that you perform a free upgrade to any of the following alternatives:

Using a browser that does not meet the minimum requirements for this site will likely cause portions of the site not to function properly.


Your browser either has JavaScript turned off or does not support JavaScript.

If you are unsure how to enable JavaScript in your browser, please visit wikiHow's »How to Turn on Javascript in Internet Browsers«.


Your browser either has Cookies turned off or does not support cookies.

If you are unsure how to enable Cookies in your browser, please visit wikiHow's »How to Enable Cookies in Your Internet Web Browser«.

 

Select Language:

শীর্ষ সংবাদ

আলবার্টার আঞ্চলিক খবর

 

সাইফুর হাসান, এডমোনটন, আলবার্টা (সেপ্টেম্বর ১৬) ঃ উপচেপড়া প্রবাসী মানুষের ভিড়ে এডমোনটন সিটির সাউথ এডমন্টন সেজং বহুসংস্কৃতি কেন্দ্রে গত শনিবার সন্ধ্যায় বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অব এডমন্টনের -বিসিএই এর ঈদানন্দ উৎসব/পূনর্মিলনী ও দেশীয় পোষাকের মেলা ২০১৭ অনুষ্ঠিত হয়।

ঈদ আনন্দ অনুষ্ঠানে দর্শক-শ্রোতায় মেতে উঠেছিলো বহুসংস্কৃতি কেন্দ্রের হলকক্ষ এবং দেশীয় খাবারের সংযোজন ছিলো বেশ আকর্ষনীয়।পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এম. লস্কর।

 

অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্য বক্তব্য রাখেন কানাডার ফেডারেল মিনিষ্টার অমরজিত সুহি, আলবার্টার শ্রমমন্ত্রী কৃষ্টনা গ্রে,ও রড লাওলা এম.এল.এ.

ঈদ আনন্দ ছিল অনুষ্ঠানের মূল চেতনা। এখানে এডমোনটন প্রবাসী বাঙালিরা এসেছেন দল ধরে। উপভোগ করেছেন ভিন্নধর্মী একটি আনন্দ উৎসব। অনুষ্ঠানের প্রধান আকর্ষন ছিলেন সৈয়দা তানিমা হাদি.

এ অনুষ্ঠানটিতে তিনজন বাংলাদেশি অতিথি গায়ক ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথি গায়কদের মধ্যে একজন সৈয়দা তানিমা হাদি (সৈয়দ আবদুল হাদি'র মেয়ে টেলিভিশন এবং রেডিও শিল্পী। সৈয়দা তানিমা হাদী বাংলাদেশি টি.ভি. চ্যানেলগুলিতে নিয়মিত কাজ করেন এবং প্রবাসেও ক্রমাগত কাজ করছেন। আরেকজন অতিথি গায়ক ছিলেন শান্তনু দাস তিনি ও একটি টেলিভিশনে তালিকাভুক্ত গায়ক। শান্তনু দাস সংগীত ভিডিও, সঙ্গীত অ্যালবাম, এবং সাউন্ডট্র্যাক প্রকাশ করেছেন। তৃতীয় গায়ক পল্লবী মজুমদার। তিনি টেলিভিশনে অভিনয় করেন এবং এছাড়া একজন রেডিও শিল্পী হিসেবে পরিচিত…অনুষ্ঠানের উপস্থাপিকা ছিলেন চামেলী লস্কর(পিংকী) ও সাদিয়া আন্জুম।

 অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ  সহ বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অব এডমন্টনের সাবেক সভাপতিদের মধ্যে উপস্থিত ছিলেন ড. মু. আবু তাহের, ড. জাহাঙ্গীর খান, ড. শহীদুল ইসলাম, ইমানুল খন্দকার, নকীব আহমেদ, ড. মতিয়ুর রহমান,

কাজী আওরঙ্গজেব ও সাজ্জাদ খন্দকার এবং বাংলাদেশ  মুক্তিযোদ্ধা সংসদ কানাডা  ইউনিট কমান্ড নির্বাহী ও বাংলাদেশ প্রেসক্লাব সেন্টার অব আলবার্টার সভাপতি দেলোয়ার জাহিদ.

বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অব এডমন্টনের সকল নির্বাহী ও সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে এ অনুষ্ঠানটিকে সফল করে তুলেছেন।

 

ছবিতে: বাঁ থেকে বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অব এডমোনটনের সাবেক সভাপতি সাজ্জাদ খন্দকার,মিনিষ্টার অমরজিত সুহি , মেলবিন মন্ডল, বাংলাদেশ প্রেসক্লাব সেন্টার অব আলবার্টার সভাপতি মুক্তিযোদ্ধা দেলোয়ার জাহিদ.

রড লাওলা এম.এল.এ. সোহেল কাদরী (সাবেক এম.এল.এ),  ড.মুশফিক এবং আলবার্টা প্রদেশের শ্রমমন্ত্রী কৃষ্টিনা গ্রে,...নীচের সারিতে শিল্পী ও শ্রোতাদের একাংশ

 

 

[পার্লাম্যান্টে বাংলা নববর্ষকে স্বীকৃতি দানের পূর্বে...আলবার্টা প্রিমিয়ার এর শুভেচ্ছা বিনিময় প্রেসক্লাব সভাপতি ও আগত অতিথিদের সাথে,  ছবি:৪ এপ্রিল]

আলবার্টা, কানাডা (, এপ্রিল ): এই প্রথমবারের মতো রাত ১২:০০ টায় শিখা প্রজ্জলনের মধ্যদিয়ে এডমন্টনে পহেলা বৈশাখ তথা বাংলা নববর্ষ ১৪২৪কে স্বাগত জানান বাংলাদেশ  প্রেসক্লাব সেন্টার অব আলবার্টার সভাপতি, বাংলাদেশ  মুক্তিযোদ্ধা সংসদ কানাডা ইউনিট নির্বাহী দেলোয়ার জাহিদ বাংলাদেশের সার্বজনীন উৎসবে পহেলা বৈশাখের শেষ প্রহরে তথা নতুন সূর্যোদয়কে উদয়ের আহ্বান জানিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর এ নতুন উদ্যোগ, আয়োজনে মেতে ওঠেছে প্রবাস সহ সারা বাংলাদেশ। বর্ষবরণের উৎসব আমেজে মুখরিত দেশ এবং প্রবাসে বসবাসরত গোটা বাঙ্গালী সম্প্রদায়।

আলবার্টা, কানাডা (, এপ্রিল ): এই প্রথমবারের মতো রাত ১২:০০ টায় শিখা প্রজ্জলনের মধ্যদিয়ে এডমন্টনে পহেলা বৈশাখ তথা বাংলা নববর্ষ ১৪২৪কে স্বাগত জানান বাংলাদেশ  প্রেসক্লাব সেন্টার অব আলবার্টার সভাপতি, বাংলাদেশ  মুক্তিযোদ্ধা সংসদ কানাডা ইউনিট নির্বাহী দেলোয়ার জাহিদ বাংলাদেশের সার্বজনীন উৎসবে পহেলা বৈশাখের শেষ প্রহরে তথা নতুন সূর্যোদয়কে উদয়ের আহ্বান জানিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর এ নতুন উদ্যোগ, আয়োজনে মেতে ওঠেছে প্রবাস সহ সারা বাংলাদেশ। বর্ষবরণের উৎসব আমেজে মুখরিত দেশ এবং প্রবাসে বসবাসরত গোটা বাঙ্গালী সম্প্রদায়।

অনুষ্ঠানে কটি স্থানীয় সংগঠনের পুরুষ ও নারী নেতৃবৃন্দ সক্রিয় অংশগ্রহন করেন। বাংলাদেশ হেরিটেজ অ্যান্ড এথনিক সোসাইটি অব আলবার্টা সভাপতি মাসুদ ভুইয়া, সহসভাপতি ফয়সল ভুইয়া, রুহুল আমিন, ম সাঈদ, কর্মকর্তা মুহাম্মদ আলী, মহিউদ্দিন, ফারজানা কাদের, চাদনী লস্কর এবং এমজেএমএফ বাংলাদেশ স্পোর্ট্স ক্লাব অব আলবার্টা সভাপতি আহসান উল্লাহ, তানভীর হাসান, সোনিয়া ইসলাম, আসমা আক্তার, রায়হানা রাসমিন, এলমা জাহিদ, সোহা ইসলাম, ম সালাউদ্দিন প্রমুখ সহ শিশু কিশোরেরা অংশ নেয়।

সর্বজনীন এ অসাম্প্রদায়িক উৎসবে গ্রীষ্মের খরতাপ উপেক্ষা করে বাঙালি সমাজ মিলিত হয় নানাহ অনুষ্ঠানে  দেশের পথে ঘাটে, মাঠে-ময়দানে, কোটি মানুষের প্রাণের চাঞ্চল্যে ভরা, উৎসব মুখর বিহ্বলতায়।

অনুষ্ঠানে কটি স্থানীয় সংগঠনের পুরুষ ও নারী নেতৃবৃন্দ সক্রিয় অংশগ্রহন করেন। বাংলাদেশ হেরিটেজ অ্যান্ড এথনিক সোসাইটি অব আলবার্টা সভাপতি মাসুদ ভুইয়া, সহসভাপতি ফয়সল ভুইয়া, রুহুল আমিন, ম সাঈদ, কর্মকর্তা মুহাম্মদ আলী, মহিউদ্দিন, ফারজানা কাদের, চাদনী লস্কর এবং এমজেএমএফ বাংলাদেশ স্পোর্ট্স ক্লাব অব আলবার্টা সভাপতি আহসান উল্লাহ, তানভীর হাসান, সোনিয়া ইসলাম, আসমা আক্তার, রায়হানা রাসমিন, এলমা জাহিদ, সোহা ইসলাম, ম সালাউদ্দিন প্রমুখ অংশ নেন।

প্রচন্ড শীত, বৃষ্টি আর তীব্র হাওয়া উপেক্ষা করে বাঙ্গালী সম্প্রদায়ের নিবেদিত প্রান কিছু পরিবার এডমন্টন ইষ্ট এর পাবলিক লাইব্রেরী প্রাঙ্গনে জড়ো হন দেশের চৈত্রকে বিদায় জানাতে।

বাঙালির এই প্রাণের উৎসব ও ব্যতিক্রমি আয়োজনকে ঘিরে এডমন্টন নর্থ এলাকার পুরোটাই ঢেকে দেয়া হয়েছিলো নিরাপত্তা চাদরে।

বাংলাদেশ হেরিটেজ অ্যান্ড এথনিক সোসাইটি অব আলবার্টা সভাপতি মাসুদ ভুইয়া উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং প্রতিবছর অনুরুপভাবে বর্ষবরণের প্রতিশ্রুতি দেন।

বৈরী আবহাওয়ার কারনে মঙ্গলশোভা যাত্রা স্থগিত ঘোষনা করেন প্রেসক্লাব সভাপতি।

এশিয়া নিউজ ও ভিউজ এর প্রকাশক সাইফুর হাসান ব্যবস্থাপনা ও সাজসজ্জার দায়িত্বে ছিলেন।

 

ছবিতেঃ এডমন্টনে বর্ষবরণে বাঙ্গালী কমিউনিটি এবং আলবার্টা প্রিমিয়ার এর শুভেচ্ছা বিনিময় প্রেসক্লাব সভাপতি ও আগত অতিথিদের সাথে। পার্লাম্যান্টে বাংলা নববর্ষকে স্বীকৃতি দানের পূর্বে...

এডমন্টন, জুলাই ৮, ২০১৫: কানাডার টিভি চ্যানেল 'সিটিভি এডমন্টন মর্নিং লাইভ' এ বাংলাদেশ হেরিটেজ এবং জাতিগত সোসাইটি এর   আসন্ন এডমন্টন হেরিটেজ ফেস্টিভালে অংশ গ্রহন উপলক্ষে (সকাল ৮ঃ১৫ মিনিটে) একটি অনুষ্ঠান সম্প্রচার করে। সংগঠনের সভাপতি দেলোয়ার জাহিদ, উপদেষ্টা ডঃ হাফিজুর রহমান, ও জুলফিকার আহমেদ এতে অংশ নেন।

Subcategories