বাৎসরিক ৪০ মিলিয়ন মার্কিন ডলারের সুইস প্রতিশ্রুতি
ঢাকা, ৯ এপ্রিল ২০১৪ (বাসস) : বাংলাদেশকে ২০১৭ সালের মধ্যে বাৎসরিক ৪০ মিলিয়ন মার্কিন ডলার উন্নয়ন সহায়তার প্রতিশ্র“তি দিয়েছে সুইজারল্যান্ড।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্রিয়ার আলমের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান মার্টিন ফটশ এ প্রতিশ্র“তি ব্যক্ত করেন।
রাষ্ট্রদূত আরো জানান, চলতি বছরের দ্বিতীয়ার্ধে বিনিয়োগের পরিবেশ পর্যবেক্ষণে সুইজারল্যান্ডের সরকারী ও বেসরকারী প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি উচ্চপর্যায়ের বাণিজ্য প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে।
প্রতিমন্ত্রী শাহ্রিয়ার আলম এ দেশে সুইজারল্যান্ডের বিনিয়োগ আরো বৃদ্ধির আহবান জানান। বাংলাদেশে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প স্থাপন ও উদ্বৃত্ত খাদ্যশস্য, ফল ও সবজি সংরক্ষণে হিমাগার নির্মাণে কারিগরি সহায়তা এবং বিদেশে কৃষিজাত পণ্যের বাজারজাতকরণে সুইজারল্যান্ড সরকারের সহায়তা চান প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, সুইজারল্যান্ডের ব্যবসায়ীরা এ দেশে বাণিজ্য সহায়ক সুবিধা সম্বলিত অর্থনৈতিক অঞ্চল সমূহে (ইকোনমিকজোন) বিনিয়োগ করতে পারে। তাদের বিনিয়োগকৃত আয়ের শত ভাগই নিজ দেশে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে বলে শাহ্রিয়ার আলম সুইস রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন।
এ দেশকে বিনিয়োগবান্ধব উল্লে¬খ করে বাংলাদেশ শিগগিরই কয়লাভিত্তিক বৃহৎ আকারের বিদ্যুত উৎপাদনে যাচ্ছে বলে তিনি সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতকে অবহিত করেন।