১৪ই ফেব্রুয়ারী ভালবাসা দিবসে গুন্ডে সিনেমাটি মুক্তি পাওয়ার সাথে সাথে বাংলাদেশের শোবিজে সমালোচনার ঝড় বইয়ে বেড়াচ্ছে। এই ছবির অনেকগুলো সংলাপে বাংলাদেশকে ছোট করে বলা হয়েছে যে, ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর ৯০ হাজার পাকিস্থানি সৈন্য, ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্নসমর্পনের ফলশ্রুতিতে বাংলাদেশ নামে একটি দেশের জন্ম নেয়, যশরাজ ফ্লিমসের প্রযোজনায় ও আলী আব্বাসের পরিচালনায় গুন্ডে সিনেমাটি অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ ফ্লিম ইন্ডাস্ত্রিজ। বাংলাদেশের মত একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশের ইতিহাসকে নিয়ে তামাশা করার অধিকার কোন দেশের নেই। এই সিনেমার প্রযোজক যশরাজ সামাজিক মিডিয়াগুলোতে প্রাথমিক ক্ষমা চাইলেও সিনেমাটি বন্ধের কোন প্রকার পরিকল্পনা নিচ্ছেনা ভারতীয় ফ্লিম ইন্ডাস্ত্রিজ। এতে করে বাংলাদেশ সহ বিশ্বের বাংলা ভাষাভাষী দেশের মানুষের মাঝে ঘৃনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বাংলাদেশের কিছু প্রযোজক ও পরিচালক এ সিনেমা বন্ধ না করলে ভারতীয় সিনেমা আমদানী উপর নিষেধাজ্ঞা জারি করার জন্যে বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানিয়েছেন।