আলবার্টা, কানাডা (১৪, এপ্রিল ): এই প্রথমবারের মতো রাত ১২:০০ টায় শিখা প্রজ্জলনের মধ্যদিয়ে এডমন্টনে পহেলা বৈশাখ তথা বাংলা নববর্ষ ১৪২৪কে স্বাগত জানান বাংলাদেশ প্রেসক্লাব সেন্টার অব আলবার্টার সভাপতি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কানাডা ইউনিট নির্বাহী দেলোয়ার জাহিদ ।বাংলাদেশের সার্বজনীন এ উৎসবে পহেলা বৈশাখের শেষ প্রহরে তথা নতুন সূর্যোদয়কে উদয়ের আহ্বান জানিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর এ নতুন উদ্যোগ, আয়োজনে মেতে ওঠেছে প্রবাস সহ সারা বাংলাদেশ। বর্ষবরণের উৎসব আমেজে মুখরিত দেশ এবং প্রবাসে বসবাসরত গোটা বাঙ্গালী সম্প্রদায়।
অনুষ্ঠানে কটি স্থানীয় সংগঠনের পুরুষ ও নারী নেতৃবৃন্দ সক্রিয় অংশগ্রহন করেন। বাংলাদেশ হেরিটেজ অ্যান্ড এথনিক সোসাইটি অব আলবার্টা সভাপতি মাসুদ ভুইয়া, সহসভাপতি ফয়সল ভুইয়া, রুহুল আমিন, ম সাঈদ, কর্মকর্তা মুহাম্মদ আলী, মহিউদ্দিন, ফারজানা কাদের, চাদনী লস্কর এবং এমজেএমএফ বাংলাদেশ স্পোর্ট্স ক্লাব অব আলবার্টা সভাপতি আহসান উল্লাহ, তানভীর হাসান, সোনিয়া ইসলাম, আসমা আক্তার, রায়হানা রাসমিন, এলমা জাহিদ, সোহা ইসলাম, ম সালাউদ্দিন প্রমুখ সহ শিশু কিশোরেরা অংশ নেয়।
সর্বজনীন এ অসাম্প্রদায়িক উৎসবে গ্রীষ্মের খরতাপ উপেক্ষা করে বাঙালি সমাজ মিলিত হয় নানাহ অনুষ্ঠানে দেশের পথে ঘাটে, মাঠে-ময়দানে, কোটি মানুষের প্রাণের চাঞ্চল্যে ভরা, উৎসব মুখর বিহ্বলতায়।
অনুষ্ঠানে কটি স্থানীয় সংগঠনের পুরুষ ও নারী নেতৃবৃন্দ সক্রিয় অংশগ্রহন করেন। বাংলাদেশ হেরিটেজ অ্যান্ড এথনিক সোসাইটি অব আলবার্টা সভাপতি মাসুদ ভুইয়া, সহসভাপতি ফয়সল ভুইয়া, রুহুল আমিন, ম সাঈদ, কর্মকর্তা মুহাম্মদ আলী, মহিউদ্দিন, ফারজানা কাদের, চাদনী লস্কর এবং এমজেএমএফ বাংলাদেশ স্পোর্ট্স ক্লাব অব আলবার্টা সভাপতি আহসান উল্লাহ, তানভীর হাসান, সোনিয়া ইসলাম, আসমা আক্তার, রায়হানা রাসমিন, এলমা জাহিদ, সোহা ইসলাম, ম সালাউদ্দিন প্রমুখ অংশ নেন।
প্রচন্ড শীত, বৃষ্টি আর তীব্র হাওয়া উপেক্ষা করে বাঙ্গালী সম্প্রদায়ের নিবেদিত প্রান কিছু পরিবার এডমন্টন ইষ্ট এর পাবলিক লাইব্রেরী প্রাঙ্গনে জড়ো হন দেশের চৈত্রকে বিদায় জানাতে।
বাঙালির এই প্রাণের উৎসব ও ব্যতিক্রমি আয়োজনকে ঘিরে এডমন্টন নর্থ এলাকার পুরোটাই ঢেকে দেয়া হয়েছিলো নিরাপত্তা চাদরে।
বাংলাদেশ হেরিটেজ অ্যান্ড এথনিক সোসাইটি অব আলবার্টা সভাপতি মাসুদ ভুইয়া উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং প্রতিবছর অনুরুপভাবে বর্ষবরণের প্রতিশ্রুতি দেন।
বৈরী আবহাওয়ার কারনে মঙ্গলশোভা যাত্রা স্থগিত ঘোষনা করেন প্রেসক্লাব সভাপতি।
এশিয়া নিউজ ও ভিউজ এর প্রকাশক সাইফুর হাসান ব্যবস্থাপনা ও সাজসজ্জার দায়িত্বে ছিলেন।
ছবিতেঃ এডমন্টনে বর্ষবরণে বাঙ্গালী কমিউনিটি এবং আলবার্টা প্রিমিয়ার এর শুভেচ্ছা বিনিময় প্রেসক্লাব সভাপতি ও আগত অতিথিদের সাথে। পার্লাম্যান্টে বাংলা নববর্ষকে স্বীকৃতি দানের পূর্বে...