পরাজয় দিয়েই শেষ করতে হলো বাংলাদেশ দলের এশিয়াকাপ...
টসে জিতেও বাংলাদেশের টাইগাররা ব্যাট করার সিদ্ধান্ত নেয়। এনামুল হকের ৪৯ রানের উপর ভর করে ৯ উইকেট হারিয়ে ৫০ মাত্র ২০৪ রান করতে সক্ষম হন। এর জবাবে শ্রীলংকার ব্যাটস্ ম্যানরা তেমন কোন নৈপুণ্য দেখাতে না পারলেও মিডেল অর্ডার ব্যাটস্ ম্যান মেথিওর সর্বোচ্চ ৭৪ রান এবং পিসি ডি সিলভার সর্বোচ্চ ৪৪ রানের উপর নির্ভর করে ৭ উইকেট ৪৯ ওভারে ২০৮ রান করে জয়ের মুখ দেখতে পান। আফগানিস্তানের সাথে সূচনীয় পরাজয়, পাকিস্তানের সাথে হাড্ডাহাড্ডি লড়াই, শ্রীলংকার সাথে বোলিং নৈপুণ্য প্রমান করে দেয় যে বাংলাদেশের দল বাছাইয়ে কতটা ভুল সিধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এভাবে চলতে থাকলে আই-সি-সি টি ২০ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের নিজেদের মাটিতে আরেকটি সূচনীয় পরাজয় দেখতে হতে পারে।