এডমোনটন, কানাডা, ২১শে ফেব্রোয়ারীঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এডমোনটনসিটিতে বাংলাদেশ হেরিটেজ এন্ড এথনিক সোসাইটি অব আলবার্টাইউনিভার্সিটিঅব ম্যাকুইনে সন্ধ্যায় এ এক আলোচনা সভাও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ।
সকালে ইউনিভার্সিটিতে স্থাপিত শহীদ মিনারে পুস্পার্ঘ অর্পন করে দিনের কর্মসূচির সুচনা করেন হেরিটেজ সোসাইটির সভাপতিদেলোয়ার জাহিদ।
সন্ধ্যায় একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয় হেরিটেজ সোসাইটির সভাপতিদেলোয়ার জাহিদেরসভাপতিত্বে। প্রধান অতিথি ছিলেন সহযোগী মন্ত্রী নরেশ বারদওয়াজ, সোহেল কাদরী এম, এল, এ, এডমনটন সিটি কাউন্সিলর অমরজিত সুহি, ইউনিভার্সিটি অব ম্যাকুইনের পরিচালক (আন্তর্জাতিক) ডঃ রীক লুইস, নর্থ আমেরিকান লেঙ্গুয়াপ্যাক্সের প্রতিনিধি প্রফেসর ডঃ ওলেনকা বিলাসের পক্ষে তার একটি বিবৃতি পাঠ করেন একজন পিএইচডি ছাত্রী এবং শিশু-কিশোরদের প্রতিনিধি মির্জা নাবিদ আলম ও বক্তব্য রাখেন। রাতে দেশাত্মবোধক গান পরিবেশন করে সঙ্গীত শিল্পী নাতাশা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন টমাল ইসলাম।
(মোঃ সিদ্দিক হুসাইন, প্রফেসর ডঃ নূরুল ইসলাম (শিক্ষা ক্ষেত্রে), ডঃ হাফিজুর রহমান (কমিউনিটি সার্ভিস), সহিদ হাসান (কমিউনিটি সার্ভিস ও সাংগঠনিক) কে অনুষ্ঠানে এ পদক দেয়া হচ্ছে)
সন্মানিত অতিথি সোহেল কাদরী এম, এল, এ, ও সিটি কাউন্সিলর অমরজিত সুহি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হেরিটেজ ২১শে পদক প্রাপ্তদের মধ্যে পদক প্রদান করেন।ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য রাজশাহীর অন্যতম ভাষা সৈনিক মোঃ সিদ্দিক হুসাইন, প্রফেসর ডঃ নূরুল ইসলাম (শিক্ষা ক্ষেত্রে), ডঃ হাফিজুর রহমান (কমিউনিটি সার্ভিস), সহিদ হাসান (কমিউনিটি সার্ভিস ও সাংগঠনিক) কে অনুষ্ঠানে এ পদক বিতরন করা হয়।
কানাডার মাননীয় প্রধানমন্ত্রী স্টিফেন হারপার, আলবার্টার প্রাদেশিক সরকার প্রধান মাননীয়া আলিসন এম রেডফোর্ড, আলবার্টার মাননীয় স্পীকার জেনে জুঝডেস্কী, কালচারাল মিনিষ্টার হেদার ক্লিমচুক, সহযোগী মন্ত্রী নরেশ বারদওয়াজ, সোহেল কাদরী এম, এল, এ এবং ইউনিভার্সিটি অব ম্যাকুইনের প্রেসিডেন্ট ডেভিড ডব্লিউ এটকিনশন, সিটি মেয়র জন ইভেশন দিবসটির উপর গুরুত্বারূপ করে বার্তা পাঠিয়েছেন।
বাংলাদেশি বংশদ্ভুতকানাডীয়ানবালক মির্জা নাভিদ আলম তার নিষ্পাপ বাক্যে কিশোরদের ভাষাগত সমস্যার কথা তুলে ধরলে এক আবেগ ঘন পরিবেশ হয়।এ বালকটি বাংলা কিছুটা বুঝলেও , গুছিয়ে বলতে পারে না। এর জন্যে বালকটি তার পিতামাতা এবং বাংলাদেশি কমিউনিটি কে দায়ীত্ব নেয়ার বিষয়ে প্রশ্ন তুলেছে। এ পরিপেহ্মিতে অতিথিবৃন্দ তাদের মূল্যবান বক্তব্য পেশ করেন, বক্তব্যের শুরুতে একে একে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং মাতৃভাষা নিয়ে কিছু মূল্যবান বক্তব্য তুলে ধরেন।
*** মাতৃভাষা এমন একটি ভাষা যা শেখানোর জন্যে কোন পিতামাতারই উচ্চতর ডিগ্রীর প্রয়োজন হয় না।
*** শুধুমাত্র প্রয়োজন একটি শক্তিশালী মাতৃভাষার কমিউনিটি এবং পিতামাতার সুদৃঢ় আগ্রহ, সুস্পষ্ট ইচ্ছা এবং স্বতঃফূর্ত মনোবল।
অনুষ্ঠানের শেষলগ্নে এডমন্টনের বাংলাদেশি গায়িকা নাতাশা তার মধুর কণ্ঠে কিছু দেশাত্ববোধক গান গেয়ে পরিবেশকে প্রানবন্ত করে তুলেন। অনুষ্ঠানটি কানাডার জাতীয় টেলিভিশন CityTV সম্প্রচার করবে।
স্টাফ রিপোর্ট , এশিয়ান নিউজ ও ভিউজ...অনলাইন এডিশন