গত ২২ মার্চ ২০১৪ (সন্ধ্যায়) এডমন্টনের বনিডন কমিঊনিটি হলে বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অব এডমন্টন (বিসিএই) অমর একুশে ও স্বাধীনতা দিবস উদযাপন করেছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহযোগী মন্ত্রী নরেশ বারদওয়াজ, সোহেল কাদরী এম, এল, এ, সিটি কাউন্সিলর অমরজিৎ সুহি...অন্যানের মাঝে সমাজকন্ঠ সম্পাদক দেলোয়ার জাহিদ, ডাঃ মামুন হাসান প্রমুখ। সভাপতিত্ব করেন ডঃ মানস সৌম।