সাইফুর হাসান, এডমোনটন, আলবার্টা (সেপ্টেম্বর ১৬) ঃ উপচেপড়া প্রবাসী মানুষের ভিড়ে এডমোনটন সিটির সাউথ এডমন্টন সেজং বহুসংস্কৃতি কেন্দ্রে গত শনিবার সন্ধ্যায় বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অব এডমন্টনের -বিসিএই এর ঈদানন্দ উৎসব/পূনর্মিলনী ও দেশীয় পোষাকের মেলা ২০১৭ অনুষ্ঠিত হয়।
ঈদ আনন্দ অনুষ্ঠানে দর্শক-শ্রোতায় মেতে উঠেছিলো বহুসংস্কৃতি কেন্দ্রের হলকক্ষ এবং দেশীয় খাবারের সংযোজন ছিলো বেশ আকর্ষনীয়।পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এম. লস্কর।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্য বক্তব্য রাখেন কানাডার ফেডারেল মিনিষ্টার অমরজিত সুহি, আলবার্টার শ্রমমন্ত্রী কৃষ্টনা গ্রে,ও রড লাওলা এম.এল.এ.
ঈদ আনন্দ ছিল অনুষ্ঠানের মূল চেতনা। এখানে এডমোনটন প্রবাসী বাঙালিরা এসেছেন দল ধরে। উপভোগ করেছেন ভিন্নধর্মী একটি আনন্দ উৎসব। অনুষ্ঠানের প্রধান আকর্ষন ছিলেন সৈয়দা তানিমা হাদি.
এ অনুষ্ঠানটিতে তিনজন বাংলাদেশি অতিথি গায়ক ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথি গায়কদের মধ্যে একজন সৈয়দা তানিমা হাদি (সৈয়দ আবদুল হাদি'র মেয়ে টেলিভিশন এবং রেডিও শিল্পী। সৈয়দা তানিমা হাদী বাংলাদেশি টি.ভি. চ্যানেলগুলিতে নিয়মিত কাজ করেন এবং প্রবাসেও ক্রমাগত কাজ করছেন। আরেকজন অতিথি গায়ক ছিলেন শান্তনু দাস তিনি ও একটি টেলিভিশনে তালিকাভুক্ত গায়ক। শান্তনু দাস সংগীত ভিডিও, সঙ্গীত অ্যালবাম, এবং সাউন্ডট্র্যাক প্রকাশ করেছেন। তৃতীয় গায়ক পল্লবী মজুমদার। তিনি টেলিভিশনে অভিনয় করেন এবং এছাড়া একজন রেডিও শিল্পী হিসেবে পরিচিত…অনুষ্ঠানের উপস্থাপিকা ছিলেন চামেলী লস্কর(পিংকী) ও সাদিয়া আন্জুম।
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অব এডমন্টনের সাবেক সভাপতিদের মধ্যে উপস্থিত ছিলেন ড. মু. আবু তাহের, ড. জাহাঙ্গীর খান, ড. শহীদুল ইসলাম, ইমানুল খন্দকার, নকীব আহমেদ, ড. মতিয়ুর রহমান,
কাজী আওরঙ্গজেব ও সাজ্জাদ খন্দকার এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কানাডা ইউনিট কমান্ড নির্বাহী ও বাংলাদেশ প্রেসক্লাব সেন্টার অব আলবার্টার সভাপতি দেলোয়ার জাহিদ.
বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অব এডমন্টনের সকল নির্বাহী ও সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে এ অনুষ্ঠানটিকে সফল করে তুলেছেন।
ছবিতে: বাঁ থেকে বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অব এডমোনটনের সাবেক সভাপতি সাজ্জাদ খন্দকার,মিনিষ্টার অমরজিত সুহি , মেলবিন মন্ডল, বাংলাদেশ প্রেসক্লাব সেন্টার অব আলবার্টার সভাপতি মুক্তিযোদ্ধা দেলোয়ার জাহিদ.
রড লাওলা এম.এল.এ. সোহেল কাদরী (সাবেক এম.এল.এ), ড.মুশফিক এবং আলবার্টা প্রদেশের শ্রমমন্ত্রী কৃষ্টিনা গ্রে,...নীচের সারিতে শিল্পী ও শ্রোতাদের একাংশ