Requirements not met
Your browser does not meet the minimum requirements of this website. Though you can continue browsing, some features may not be available to you.
Browser unsupported
Please note that our site has been optimized for a modern browser environment. You are using »an unsupported or outdated software«. We recommend that you perform a free upgrade to any of the following alternatives:
Using a browser that does not meet the minimum requirements for this site will likely cause portions of the site not to function properly.
Your browser either has JavaScript turned off or does not support JavaScript.
If you are unsure how to enable JavaScript in your browser, please visit wikiHow's »How to Turn on Javascript in Internet Browsers«.
আন্তর্জাতিক
মালালকে সাম্মনিক নাগরিকত্ব দিলো কানাডা
- Details
ওটোয়া, ১৫ এপ্রিল, ২০১৭ (বাসস ) : শান্তিতে নোবেলজয়ী ১৯ বছর বয়সী মালালা ইউসুফজাইকে সাম্মনিক নাগরিকত্ব দিয়েছে কানাডা।
আর এই সম্মান নিতে বুধবার মালালা মঞ্চে পা রাখতেই পার্লামেন্টের সদস্যরা উঠে দাঁড়িয়ে তাকে অভিবাদন জানান।
মালালা তার বক্তৃতায় বলেন, ‘কানাডার নাগরিকত্ব পেয়ে আমি সত্যিই গর্বিত। পাকিস্তানের নাগরিক হিসেবে আমি সব সময়ই নিজেকে ধন্য মনে করি। পাশাপাশি, আপনাদের দেশেরও নাগরিকত্ব পেয়ে আমি সম্মানিত।’
প্রধানমন্ত্রী জাস্টিন ত্রুদোকে ধন্যবাদ জানাতে গিয়ে তাঁর উল্কি নিয়ে হালকা রসিকতাও করেন মালালা। তিনি বলেন, ‘কানাডার ইতিহাসে উনি দ্বিতীয় কনিষ্ঠ প্রধানমন্ত্রী। উনি ইয়োগা করেন। আবার ওনার হাতে উল্কিও আছে। সবাই তাই ওনার সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে থাকেন।’
মালালার রসিকতায় হাসির হুল্লোড় ওঠে দর্শকদের আসন থেকে। গুরুগম্ভীর পরিবেশ মুহূর্তে হাল্কা হয়ে যায়। এ দিন মালালার হাতে একটি প্রশংসাপত্র ও কানাডার পতাকা তুলে দেন প্রধানমন্ত্রী।
তবে শুধুমাত্র রসিকতাই নয়, তরুণ রাষ্ট্রনেতার প্রশংসাও করেন মালালা। তার মতে, নারীশিক্ষা, শরণার্থী সমস্যা বা মেয়েদের শিক্ষার মতো বিষয়গুলিতে কানাডা যেভাবে গুরুত্ব দিয়েছে তা উল্লেখযোগ্য। মালালা এও বলেন, ‘মেয়েদের লেখাপড়া নিয়ে কানাডা যে পরিমাণ সচেতন তার জন্য অবশ্যই সাধুবাদ প্রাপ্য দেশের প্রধানমন্ত্রীর।’
সারা বিশ্বের শিশুদের প্রতি নোবেলজয়ীর বার্তা, তারাও চেষ্টা করলে এক দিন ত্রুদোর মতো নেতা হতে পারবে।
এডমন্টনে বৈশাখের শেষ প্রহরে বাংলা নববর্ষকে স্বাগত জানান প্রবাসীগণ
- Details
আলবার্টা, কানাডা (১৪, এপ্রিল ): এই প্রথমবারের মতো রাত ১২:০০ টায় শিখা প্রজ্জলনের মধ্যদিয়ে এডমন্টনে পহেলা বৈশাখ তথা বাংলা নববর্ষ ১৪২৪কে স্বাগত জানান বাংলাদেশ প্রেসক্লাব সেন্টার অব আলবার্টার সভাপতি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কানাডা ইউনিট নির্বাহী দেলোয়ার জাহিদ ।বাংলাদেশের সার্বজনীন এ উৎসবে পহেলা বৈশাখের শেষ প্রহরে তথা নতুন সূর্যোদয়কে উদয়ের আহ্বান জানিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর এ নতুন উদ্যোগ, আয়োজনে মেতে ওঠেছে প্রবাস সহ সারা বাংলাদেশ। বর্ষবরণের উৎসব আমেজে মুখরিত দেশ এবং প্রবাসে বসবাসরত গোটা বাঙ্গালী সম্প্রদায়।
অনুষ্ঠানে কটি স্থানীয় সংগঠনের পুরুষ ও নারী নেতৃবৃন্দ সক্রিয় অংশগ্রহন করেন। বাংলাদেশ হেরিটেজ অ্যান্ড এথনিক সোসাইটি অব আলবার্টা সভাপতি মাসুদ ভুইয়া, সহসভাপতি ফয়সল ভুইয়া, রুহুল আমিন, ম সাঈদ, কর্মকর্তা মুহাম্মদ আলী, মহিউদ্দিন, ফারজানা কাদের, চাদনী লস্কর এবং এমজেএমএফ বাংলাদেশ স্পোর্ট্স ক্লাব অব আলবার্টা সভাপতি আহসান উল্লাহ, তানভীর হাসান, সোনিয়া ইসলাম, আসমা আক্তার, রায়হানা রাসমিন, এলমা জাহিদ, সোহা ইসলাম, ম সালাউদ্দিন প্রমুখ সহ শিশু কিশোরেরা অংশ নেয়।
সর্বজনীন এ অসাম্প্রদায়িক উৎসবে গ্রীষ্মের খরতাপ উপেক্ষা করে বাঙালি সমাজ মিলিত হয় নানাহ অনুষ্ঠানে দেশের পথে ঘাটে, মাঠে-ময়দানে, কোটি মানুষের প্রাণের চাঞ্চল্যে ভরা, উৎসব মুখর বিহ্বলতায়।
অনুষ্ঠানে কটি স্থানীয় সংগঠনের পুরুষ ও নারী নেতৃবৃন্দ সক্রিয় অংশগ্রহন করেন। বাংলাদেশ হেরিটেজ অ্যান্ড এথনিক সোসাইটি অব আলবার্টা সভাপতি মাসুদ ভুইয়া, সহসভাপতি ফয়সল ভুইয়া, রুহুল আমিন, ম সাঈদ, কর্মকর্তা মুহাম্মদ আলী, মহিউদ্দিন, ফারজানা কাদের, চাদনী লস্কর এবং এমজেএমএফ বাংলাদেশ স্পোর্ট্স ক্লাব অব আলবার্টা সভাপতি আহসান উল্লাহ, তানভীর হাসান, সোনিয়া ইসলাম, আসমা আক্তার, রায়হানা রাসমিন, এলমা জাহিদ, সোহা ইসলাম, ম সালাউদ্দিন প্রমুখ অংশ নেন।
প্রচন্ড শীত, বৃষ্টি আর তীব্র হাওয়া উপেক্ষা করে বাঙ্গালী সম্প্রদায়ের নিবেদিত প্রান কিছু পরিবার এডমন্টন ইষ্ট এর পাবলিক লাইব্রেরী প্রাঙ্গনে জড়ো হন দেশের চৈত্রকে বিদায় জানাতে।
বাঙালির এই প্রাণের উৎসব ও ব্যতিক্রমি আয়োজনকে ঘিরে এডমন্টন নর্থ এলাকার পুরোটাই ঢেকে দেয়া হয়েছিলো নিরাপত্তা চাদরে।
বাংলাদেশ হেরিটেজ অ্যান্ড এথনিক সোসাইটি অব আলবার্টা সভাপতি মাসুদ ভুইয়া উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং প্রতিবছর অনুরুপভাবে বর্ষবরণের প্রতিশ্রুতি দেন।
বৈরী আবহাওয়ার কারনে মঙ্গলশোভা যাত্রা স্থগিত ঘোষনা করেন প্রেসক্লাব সভাপতি।
এশিয়া নিউজ ও ভিউজ এর প্রকাশক সাইফুর হাসান ব্যবস্থাপনা ও সাজসজ্জার দায়িত্বে ছিলেন।
ছবিতেঃ এডমন্টনে বর্ষবরণে বাঙ্গালী কমিউনিটি এবং আলবার্টা প্রিমিয়ার এর শুভেচ্ছা বিনিময় প্রেসক্লাব সভাপতি ও আগত অতিথিদের সাথে। পার্লাম্যান্টে বাংলা নববর্ষকে স্বীকৃতি দানের পূর্বে...
প্যারিস সন্ত্রাসী হামলায় মৃতের সংখ্যা ১৫৩ জন.
- Details
ঘণ্টা তিন এক আগে প্যারিসে বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া সন্ত্রাসী হামলায় মৃতের সংখ্যা ১৫৩ জন ছাড়িয়েছে। শুক্রবার রাতে ফ্রাঞ্চের রাজধানীতে প্যারিসবাসী ও বিভিন্ন দেশ হতে আগত পর্যটক যখন ফ্রান্স এবং জার্মানি মধ্যকার ফুটবল খেলা দেখছিল, তখন হঠাৎ একদল সন্ত্রাসী বাহিনী অভুতপুর্ব পব্দতিতে প্যারিসের নিরীহ মানুষের উপর আক্রমণ চালায় এবং অনেক মানুষের প্রানহানী ঘটায়।
কানাডার ফেডারেল নির্বাচনে লিবারেল পার্টির দলনেতা জাস্টিন ট্রুড সর্বাধিক আসনে জয়লাভ করে ২৩ তম প্রধানমন্ত্রী নির্বাচিত...
- Details
অক্টোবর ২২, ২০১৫ (স্টাফ রির্পোট কানাডা) কানাডার ফেডারেল নির্বাচনে ১২ বছর পর ক্ষমতাধর কঞ্জারভেটিব পার্টির সূচনীয় পরাজয়কে অনেকটা স্বাভাবিক ভাবে দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা , তাদের মতে ”কঞ্জারভেটিব পার্টির উচ্চমাত্রার করনীতি, পররাষ্ট্রনীতি,চাকুরী বাজারে ধস, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গুটিয়ে ফেলা এবং ইমিগ্রেশান আইন কঠোরনীতি কারনেই এ পরাজয়”।
- Additional Resources:
- Additional Resources:
- Agro-Ocean
- Bangabandhu Development and Research Institute (BRDI)
- Bangabandhu's Bangladesh
- Bangladesh Heritage
- Bangladesh North American Journalists Network
- Bangladesh Heritage and Ethnic Society of Alberta (BHESA)
- Coastal 19
- Delwar Jahid's Biography
- Diverse Edmonton
- Dr. Anwar Zahid
- Edmonton Bichitra
- Edmonton Oaths
- Motherlanguage Day in Canada
- Samajkantha News
- Step to Humanity Bangladesh