Requirements not met
Your browser does not meet the minimum requirements of this website. Though you can continue browsing, some features may not be available to you.
Browser unsupported
Please note that our site has been optimized for a modern browser environment. You are using »an unsupported or outdated software«. We recommend that you perform a free upgrade to any of the following alternatives:
Using a browser that does not meet the minimum requirements for this site will likely cause portions of the site not to function properly.
Your browser either has JavaScript turned off or does not support JavaScript.
If you are unsure how to enable JavaScript in your browser, please visit wikiHow's »How to Turn on Javascript in Internet Browsers«.
আন্তর্জাতিক
কানাডা ভারত কূটনৈতিক সম্পর্কে নজিরবিহীন উত্তেজনা কূটনৈতিক প্রচেষ্টা ও সংলাপ শান্তিপূর্ণ সমাধানের একমাত্র পথ
- Details
পশ্চিম কানাডার বৃহত্তম ইসলামিক সেন্টার আকরাম জোমা'র সাথে দ্য স্টেপ টু হিউম্যানিটি অ্যাসোসিয়েশনের এক যৌথ সভায় অংশীদারিত্বমূলক প্রকল্প গ্রহণের উপর জোরারূপ
- Details
মোহাম্মদ জামান
২৪ আগস্ট বৃহস্পতিবার সকালে আকরাম জোমা, পশ্চিম কানাডার বৃহত্তম ইসলামিক কেন্দ্র এবং ব্রিটিশ কলম্বিয়ার দ্যা স্টেপ টু হিউম্যানিটি অ্যাসোসিয়েশনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। আকরাম জোমার প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোহান্নাদ হাজ্জো, দ্য স্টেপ টু হিউম্যানিটি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন এবং স্বাধীনতা সংগ্রামে সমৃদ্ধ ব্যাকগ্রাউন্ড ও একাডেমিয়ার বিশিষ্ট ব্যক্তিত্ব দেলোয়ার জাহিদের সাথে যৌথ উদ্যোগের তাৎপর্য তুলে ধরার জন্য আহ্বান জানানো হয়। ইতিবাচক পরিবর্তন, স্বপ্নদর্শীদের এই একত্রিত হওয়ার ক্ষেত্রে, উভয় সংস্থা অংশীদারিত্বমূলক প্রকল্পগুলি গ্রহণ করার জন্য তাদের প্রতিশ্রুতি তুলে ধরেছে যা একটি রূপান্তরমূলক প্রভাব ফেলবে। দ্য স্টেপ টু হিউম্যানিটি অ্যাসোসিয়েশনের একজন প্রভাবশালী প্রতিনিধি দেলোয়ার জাহিদ, বিশেষ করে বাংলাদেশ, উন্নয়নশীল দেশগুলোতে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে উন্নীত করার জন্য সংস্থার বিশ্বব্যাপী প্রচেষ্টার বিষয়ে মন্তব্য করেছেন। তাদের কৃতিত্বের মধ্যে রয়েছে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, শিক্ষাগত বৃত্তি, চিকিৎসা সহায়তা, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং জরুরি ত্রাণ সহায়তা সহ বিভিন্ন প্রচেষ্টা। জাহিদ উভয় সত্ত্বাকে আমন্ত্রণ জানান, তাদের ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়নের সম্মিলিত যাত্রা শুরু করার আহ্বান জানান। তিনি জোর দিয়েছিলেন যে সহযোগিতামূলক ভাবে কাজ করার মাধ্যমে, কম ভাগ্যবানদের জীবনে একটি স্থায়ী এবং ইতিবাচক পরিবর্তন তৈরি করার সম্ভাবনা বিদ্যমান।
জাহিদ বাংলাদেশ উত্তর আমেরিকান জার্নালিস্ট নেটওয়ার্কের উদ্যোগে এবং স্টেপ টু হিউম্যানিটি অ্যাসোসিয়েশনের সহায়তায় বাংলাদেশে কোস্টাল ১৯ গ্রুপের একটি চলমান উদ্যোগ তুলে ধরেন। এই প্রয়াস এমন প্রকল্প গ্রহণের প্রতি তাদের প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্যপূর্ণ যা একটি উল্লেখযোগ্য মাত্রায় ইতিবাচক পরিবর্তনকে উৎসাহিত করে।
মোয়াজ্জেম হোসেন, একজন দক্ষ কৃষিবিদ, স্টেপ টু হিউম্যানিটি অ্যাসোসিয়েশনের ট্র্যাক রেকর্ডকে স্বীকৃতি দিয়ে প্রভাবশালী পরিবর্তনের অনুভূতির প্রতিধ্বনি করেছেন। বছরের পর বছর ধরে, অ্যাসোসিয়েশন সফলভাবে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছে যা বাংলাদেশ, ভারত, নাইজেরিয়া এবং পাকিস্তানের মতো উন্নয়নশীল দেশ জুড়ে প্রান্তিক জনগোষ্ঠীর মঙ্গলকে উল্লেখযোগ্যভাবে উন্নত করেছে। এই উদ্যোগগুলো দক্ষতা উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা সহায়তা, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং জরুরি ত্রাণ প্রচেষ্টাকে অন্তর্ভুক্ত করে। "বাংলাদেশে ছাগল পালন ও প্রজননের মাধ্যমে নারীর ক্ষমতায়ন" উদ্যোগের কথা তুলে ধরে, হোসেন উল্লেখ করেন যে সমিতি ছাগল বিতরণ ও প্রশিক্ষণের মাধ্যমে ৩০০টি পরিবারকে টেকসই জীবিকার সুযোগ প্রদান করেছে। "বাংলাদেশে অন্ধত্বের উপর ছানি সার্জারি এবং সচেতনতা" প্রকল্প, ১০০টি ছানি অস্ত্রোপচার করা হয়েছে, এটি রূপান্তরকারী স্বাস্থ্য সেবার প্রতি তাদের উৎসর্গ প্রমাণ হিসাবে দাঁড়িয়েছে।
আকরাম জোমার প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোহান্নাদ হাজ্জো দাতব্য মুসলিম কমিউনিটি ফাউন্ডেশনে অবিচ্ছেদ্য অংশ হিসেবে কেন্দ্রের ভূমিকার ওপর আলোকপাত করেন। ক্যালগারি উত্তর-পূর্ব অঞ্চলে ২৫ হাজারের ও বেশি মুসলমানের একটি প্রাণবন্ত সম্প্রদায়ের সেবা করে, আকরাম জোমা ধর্মীয়, শিক্ষামূলক, সামাজিক এবং বিশ্বাস-ভিত্তিক ডোমেইনগুলো বিস্তৃত ইভেন্ট এবং উদ্যোগের একটি পরিসরকে অগ্রাধিকার দেয়৷ কেন্দ্র শুধুমাত্র উন্নত শিক্ষাই দেয় না বরং মুসলিম ও অমুসলিমদের মধ্যে একতা, সহানুভূতি এবং শান্তি কে উৎসাহিত করে।
হাজ্জো স্টেপ টু হিউম্যানিটির প্রতি আন্তরিক আহ্বান জানিয়েছেন, তাদের অংশীদারিত্বমূলক প্রকল্পগুলি প্রস্তাব করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন যা তাদের ভাগ করা মূল্যবোধকে সারিবদ্ধ করবে এবং ক্ষমতায়ন ও টেকসই উন্নয়নের দিকে তাদের প্রচেষ্টাকে আরও বাড়িয়ে দেবে। এই সম্মিলিত প্রয়াস অর্থপূর্ণ পরিবর্তন এবং প্রভাব এর একটি কোর্স চার্ট করার জন্য প্রস্তুত, সহযোগিতার জন্য একটি মডেল স্থাপন করবে যা জীবনকে উন্নীত করে এবং রূপান্তরিত করে।
রোহিঙ্গা শিশুদের জন্য ইউনিসেফের জরুরি ত্রাণ এসেছে
- Details
ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০১৭ (বাসস) : মিয়ানমার থেকে বাংলাদেশে আসা হাজার হাজার রোহিঙ্গা শিশু ও তাদের পরিবারের জন্য ইউনিসেফের ত্রাণের প্রথম চালানটি রোববার ঢাকা পৌঁছেছে।
কোপেনহেগেন থেকে একটি কার্গো বিমানে করে একশ’ টন ত্রাণসামগ্রী বাংলাদেশে পৌঁছেছে। ত্রাণসামগ্রীর মধ্যে পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট, পরিবারের জন্য হাইজিন কিটস, স্যানিটারি সামগ্রী, প্ল্যাস্টিকের তারপুলিন, শিশুদের জন্য খেলনাসহ বিভিন্ন বিনোদন সামগ্রী ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী রয়েছে।
আনুমানিক আড়াই লাখ রোহিঙ্গা শরণার্থী শিশুর জন্য সহায়তা রয়েছে। এগুলো দিয়ে শিশুদের জরুরি প্রয়োজন মেটানো হবে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে ৪ লাখ ২৯ হাজার রোহিঙ্গা প্রাণ রক্ষার্থে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
রোববার ইউনিসেফের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব রোহিঙ্গা শরণার্থী কক্সবাজার জেলার বিভিন্ন আশ্রয় শিবির ও অস্থায়ী আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে।
বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি এডোয়ার্ড বিগবেডার বলেন, ‘ডায়রিয়াসহ অন্যান্য পানিবাহিত রোগ থেকে সুরক্ষা দিতে শিশু ও তাদের পরিবারের সদস্যদের জন্য বিশুদ্ধ খাবার পানি ও থালাবাসন ধোয়ার নিরাপদ পানি নিশ্চিত করা অত্যন্ত জরুরি।’
তিনি আরো বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে বিশেষত ভারী বৃষ্টিপাতের কারণে আশ্রয় শিবির ও অস্থায়ী আশ্রয় কেন্দ্রে বসবাসরত রোহিঙ্গারা অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছেন।’
পরবর্তি ত্রাণবাহী চালানটিও বাংলাদেশে আসার পথে রয়েছে। এতে শিশুদের জন্য স্কুলব্যাগ, তাঁবু, শিশুর শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশের বিভিন্ন উপকরণ, ফ্যামিলি হাইজিন কিটস, তারপুলিন ও পুষ্টিকর খাবার পাঠানো হচ্ছে।
বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় নগরী কক্সবাজারে ট্রাকের মাধ্যমে ত্রাণ সমগ্রীগুলো সরবরাহ করা হবে।
আগামী তিন মাসের বাংলাদেশের দক্ষিণাঞ্চলে কার্যক্রম পরিচালনার জন্য ইউনিসেফ আরো ৭৩ লাখ মার্কিন ডলার সহায়তা চেয়েছে।
সম্পর্কিত সংবাদ
প্রধানমন্ত্রীর জন্মদিনের আনুষ্ঠানিকতা পরিহার করে সেই অর্থ রোহিঙ্গাদের সহায়তার আহ্বান ওবায়দুল কাদেরের
সারাদেশে সাড়ে ২৩ হাজার মাল্টিমিডিয়া ক্লাস রুম চালু রয়েছে : শিক্ষামন্ত্রী
মাতুয়াইল ইউনিয়নে ৭৮৪ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন
বাংলাদেশ রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান চায় : তথ্যমন্ত্রী
কর্মকর্তা ও পাইকারী বিক্রেতাদের অভিমত : বিভ্রান্তিকর সংবাদে চালের দাম বেড়েছে
রোহিঙ্গাদের ত্রাণকার্ড দেয়া হবে
আফ্রিকার মালিতে মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশী শান্তিরক্ষী নিহত
আত্মকর্মসংস্থানে বর্তমান অর্থবছরের ২ মাসে ২৭৩ কোটি ঋণ দিয়েছে কর্মসংস্থান ব্যাংক
স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ ব্যবস্থাপনা নীতি দ্রুত চূড়ান্ত করা হবে : নাসিম
ব্র্যাক আগামী ১৫ অক্টোবরের মধ্যে ৩ লাখ
আফগানিস্তানে মার্কিন বোমা হামলায় অন্তত ৩৬ জঙ্গি নিহত
- Details
জালালাবাদ, আফগানিস্তান, ১৫ এপ্রিল, ২০১৭ (বাসস) : আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশে ইসলামিক স্টেট (আইএস)-এর অবস্থান লক্ষ্য করে বৃহস্পতিবার মার্কিন সামরিক বাহিনী এ যাবৎকালের বৃহত্তম ‘অ-পারমাণবিক’ বোমা হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ৩৬ জঙ্গি নিহত হয়েছে। সুড়ঙ্গ পথে নির্মিত আইএসের বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দিতেই সেখানে এ হামলা চালানো হয়। কোনো যুদ্ধে এই প্রথম এ ধরনের বোমা নিক্ষেপ করা হলো।
শুক্রবার আফগান কর্মকর্তারা একথা জানান।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এ বোমা হামলায় দায়েশের (আইএস) গোপন ঘাঁটি মাটির সাথে মিশে গেছে এবং ৩৬ জঙ্গি নিহত হয়েছে।
জিবিইউ-৪৩/বি নামের বোমাটির ওজন ২১ হাজার ৬০০ পাউন্ড (৯৮০০ কেজি)। ৩০ ফুট লম্বা এ বোমাটি ১১ টন টিএনটি বিস্ফোরণ ক্ষমতার সমান শক্তিশালী। বোমাটি যে জায়গায় আঘাত হানে তার চারপাশে ৩০০ মিটারেরও বেশি জায়গা জুড়ে বিস্ফোরিত হয় বলে ধারণা করা হচ্ছে। এই বোমাকে ‘মাদার অব অল বম্বস’ বলে বর্ণনা করা হচ্ছে। এটি ম্যাসিভ অর্ডনান্স এয়ার ব্লাস্ট বম্ব বা এমওএবি নামে পরিচিত।
পেন্টাগন এ বোমা হামলার সত্যতা নিশ্চিত করে বলেছে, আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশে বোমাটি নিক্ষেপ করা হয়। এমসি-১৩০ বিমান থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বোমাটি নিক্ষেপ করা হয় বলে জানা যায়।
পেন্টাগন সিরিয়ায় ভুলবশত এক বিমান হামলায় ১৮ জন নিহত হওয়ার খবর স্বীকার করার পর এ বোমা হামলার খবর জানানো হলো।
পেন্টাগনের মুখপাত্র অ্যাডাম স্ট্যাম্প বলেন, কোনো যুদ্ধে প্রথমবারের মতো এই বোমা ব্যবহার করা হলো। পাকিস্তানের সীমান্তবর্তী আচিন এলাকায় সুড়ঙ্গে তৈরি একটি স্থাপনায় এই বোমা হামলা চালানো হয়। ওই স্থাপনাটি আইএস ব্যবহার করত বলে ধারণা করা হয়।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এই বোমার আঘাতে সৃষ্ট ক্ষয়ক্ষতি নিরূপণ করছে। আফগানিস্তানে মার্কিন বাহিনীর কমান্ডার জেনারেল জন নিকলসন এই বোমা নিক্ষেপের অনুমোদন দেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে আরেকটি সফলতা হিসেবে অভিহিত করেন।
এদিকে আচিন জেলা গভর্নর ইসমাইল শিনওয়ারি জানান, এ হামলায় কোন বেসামরিক লোক হতাহত হয়নি কেননা ওই এলাকায় কোন বেসামরিক লোক বসবাস করে না।
পেন্টাগনের দাবি, আইএসেরর একটি গোপন ঘাঁটি নিশ্চিহ্ন করতেই এই পদক্ষেপ।
গোয়েন্দাদের মতে, এই অঞ্চলে গোপন ঘাঁটি তৈরি করেছে আইএস। বৃহস্পতিবার সন্ধে ৭টা ৩২ নাগাদ পাক সীমান্তের কাছে নাঙ্গাহর প্রদেশের আচিন জেলার পাহাড়ে অজ¯্র গুহা জুড়ে তৈরি সুড়ঙ্গ লক্ষ্য করে বোমা ফেলা হয়।
আফগানিস্তানে মার্কিন কম্যান্ডার জন ডব্লিউ নিকলসন বলছেন, ‘সুড়ঙ্গ আর বাঙ্কারগুলো জঙ্গিদের সুবিধা করে দিচ্ছিল।’
হোয়াইট হাউসের প্রেসসচিব শন স্পাইসারেরও দাবি, ‘জঙ্গিদের অপারেশনের জায়গাটা গুঁড়িয়ে দেয়া দরকার। তাই দিয়েছি।’
হামলা চালানোর পর সন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বলা হচ্ছে, গত সপ্তাহে নাঙ্গারহার প্রদেশে আইএস যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের একজন সদস্য নিহত হবার জবাবেই এই বোমা হামলা চালানো হল।
এদিকে, আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই এই হামলার নিন্দা জানিয়েছেন।
তিনি বলেছেন যুক্তরাষ্ট্র আফগানিস্তানকে অস্ত্র পরীক্ষার ক্ষেত্র হিসেবে ব্যবহার করতে চাইছে।
- Additional Resources:
- Additional Resources:
- Agro-Ocean
- Bangabandhu Development and Research Institute (BRDI)
- Bangabandhu's Bangladesh
- Bangladesh Heritage
- Bangladesh North American Journalists Network
- Bangladesh Heritage and Ethnic Society of Alberta (BHESA)
- Coastal 19
- Delwar Jahid's Biography
- Diverse Edmonton
- Dr. Anwar Zahid
- Edmonton Bichitra
- Edmonton Oaths
- Motherlanguage Day in Canada
- Samajkantha News
- Step to Humanity Bangladesh