কিয়েভ, ১২ মে,২০১৪ (বাসস): ইউক্রেনের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট সোমবার দেশটির পূর্বাঞ্চলীয় দু’টি এলাকায় অনুষ্ঠিত ‘গণভোটকে আইনগত ভিত্তিহীন একটি প্রচারণামূলক প্রহসন’ উল্লেখ করে এর তীব্র সমালোচনা করেছেন।
ওলেকসান্দর তুচির্নভ পার্লামেন্টে বলেন, ‘সন্ত্রাসীরা তাদের হত্যাযজ্ঞ, অপহরণ, সহিংসতা ও অন্যান্য গুরুতর অপরাধ চাপা দিতেই এ গণভোটের আহ্বান করেছে। এটি একটি প্রচারণামূলক প্রহসন।’
দোনেতস্কের বিদ্রোহীরা ভোট গ্রহণ শেষ হবার কয়েক ঘন্টার মধ্যেই ফলাফল ঘোষণা করেছে। ৭৫ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে এবং ৯০ শতাংশ ভোটার স্বাধীনতার পক্ষে ভোট দিয়েছে বলে বিদ্রোহীরা দাবি করছে।
সোমবার রাতে অপর প্রদেশ লুগানস্কের গণভোটের ফলাফল ঘোষণা করার কথা রয়েছে। তবে ফলাফল একই হবে বলে ধারণা করা হচ্ছে।