এডমোনটন, আলবার্টা (১লা মে, ২০১৪)ঃ এডমোনটন সিটির ইউনিভার্সিটি অব ম্যাকুইনে এক অনাড়াম্ভরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ প্রেসক্লাব সেন্টার অব আলবার্টার উদ্বোদনী সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন প্রেসক্লাব এর নবনির্বাচিত সভাপতি, সমাজকন্ঠ সম্পাদক দেলোয়ার জাহিদ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এডমোনটন দক্ষিণ-পশ্চিম এর আইন পরিষদ সদস্য ম্যাট জেনেরক্স এবং আলোচক ছিলেন ইন্টারনেশনাল হেরিটেজ ল্যানগুয়েজ এসোসিয়েশনের কর্মকর্তা ওলেগ বোগাটেরিভিচ।
ম্যাট জেনেরক্স বলেন সংবাদের স্বাধীনতা এবং বাংলাদেশ প্রেসক্লাব এর শুভ যাত্রার জন্য ১লা মে দিনটি খুবই তাৎপর্য্যপূর্ণ। তিনি প্রেসক্লাবের পরিকল্পনা ও কার্য্যক্রমকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
হেরিটেজ ল্যানগুয়েজ এসোসিয়েশনের ওলেগ বলেন কানাডা সংস্কৃতি সম্প্রীতি ও মানবাধিকারের দেশ। এ দেশে নানাহ সংস্কৃতির মানুষ বসবাস করেন। বাংলাদেশ প্রেসক্লাব প্রতিষ্ঠা এ প্রেক্ষাপটে খুবই তাৎপর্য্যপূর্ণ বিষয়।
ইউনিভার্সিটি অব ম্যাকুইনের স্টুডেন্টস এসোসিয়েশনের অর্থ পরিচালক আবু কাউসার খন্দকার ও প্রেসক্লাব সেন্টার এর প্রতিনিধিদের মধ্যে সাইফুর হাসান, রিয়া কারেন, রায়হানা জামান, নূরুল হুদা এবং এন্ডি উপস্থিত ছিলেন।
সভাপতির ভাষণে দেলোয়ার জাহিদ বিশিষ্ট সাংবাদিক এবিএম মুসার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি বাংলাদেশে সাগর-রুনী হত্যাকান্ড সহ সকল হত্যাকান্ড, বিচার বহির্ভুত হত্যাকান্ড, ও মানবাধিকার লংঘন সহ সাংবাদিক নির্যাতনের ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত ও বিচারের মাধ্যমে আশু নিস্পত্তির আহ্বান জানান। গণতন্ত্র, সুশাসনের স্বার্থে প্রেসকাউন্সিলকে শক্তিশালী করে সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানীমূলক মামলা মোকর্দমা তুলে নেয়ার আহ্বান জানান।
বাংলাদেশ প্রেসক্লাব সেন্টার অব আলবার্টার শুভ কামনা করে সহযোগিতার আশ্বাস দিয়েছেন সর্বসন্মাণিত সোহেল কাদরী এমএলএ, মিসেস জেনিস শেরিচ এমএলএ, ক্যান লিমকে এমএলএ।
বাংলাদেশ হেরিটেজ এন্ড ইথনিক সোসাইটি অব আলবার্টা'র সাধারন সম্পাদক আহসান উল্লাহ অনুষ্ঠানটি উপস্থাপন করেন।