ঢাকা, ১২ মে, ২০১৪ (বাসস) : এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) আগামী অর্থবছরে (২০১৪-১৫) বাংলাদেশে ৬ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি হবে বলে ভবিষ্যদ্বাণী করেছে।
এডিবি-এর ২০১৪ সালের মার্চের সর্বশেষ ত্রয়মাসিক অর্থনৈতিক প্রতিবেদনে এই পূর্বাভাস দেয়া হয়। অর্থমন্ত্রী এ এম এ মুহিতের আগামী অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণার প্রস্তুতির প্রাক্কালে আজ সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। আসন্ন বাজেটে জিডিপি প্রবৃদ্ধির হার ৭.৩ হবে বলে যে প্রত্যাশা ব্যক্ত করা হবে এ পূর্বাভাসে তার চেয়ে কম হওয়ার কথা বলা হয়েছে। আগামী ৫ জুন আসন্ন অর্থবছরের বাজেট ঘোষণার কথা রয়েছে। এডিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রেমিটেন্স ও রফতানির পরিমাণ বৃদ্ধি ফলে প্রবৃদ্ধি ৬ দশমিক দুই শতাংশ হওয়ার প্রত্যাশা করা হচ্ছে। যদিও রেমিটেন্স ও রফতানি হ্রাসের ফলে এই প্রবৃদ্ধি ২০১৩-১৪ অর্থবছরের শেষ দিকে ৫.৬ শতাংশে নেমে আসে। |
|