আমার বাংলাদেশ, বাংলা নববর্ষ ১৪২১ উপলক্ষেশুক্রবার সন্ধ্যায় কানাডার এডমন্টন সিটির রয়েল আলবার্টামিউজিয়াম অডিটরিয়ামে সৈয়দ হালিম শাহ এর প্রযোজনায় এসএইচএস প্রোডাকশান আয়োজন করে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। গত সপ্তাহে বাংলাদেশ হেরিটেজ এন্ড ইথনিক সোসাইটি অব আলবার্টার বর্ণাঢ্য বৈশাখী মেলা অনুষ্ঠানের পর রক সঙ্গীত লিজেন্ড আউব বাচ্চুর নেতৃত্বে বিখ্যাত এলআরবির এ কনসার্ট জ্বরে ভোগছিলো গোটা এডমন্টনের তরুণ বাঙ্গালীরা।
মুহুমুহু করতালিতে কনসার্ট পূর্ব বাংলাদেশের ক্রিকেট লিজেন্ডদের এডমন্টন সিটিতে স্বাগত জানানো হয় এবং বড় পর্দায় তাদের পরিচিতি ও কৃতিত্বগাথা তুলে ধরা হয়। ক্রিকেটারদের মধ্যে উপস্থিত ছিলেন সর্বজনাব নায়মুর রহমান দূর্জয়, ফারুক আহমেদ, আতাহার আলী খান, হাবিবুল বাসার প্রমুখ।
বাংলাদেশকানাডা এসোসিয়েশন অব এডমন্টন এর সভাপতিডঃ মানস সোম ও বিশিষ্ট সাংবাদিক বাংলাদেশ হেরিটেজ এন্ড এথনিক সোসাইটি অব আলবার্টা এর সভাপতি দেলোয়ার জাহিদবিশিষ্ট ক্রিকেটরদেরক্রেষ্ট বিতরন করেন। নায়মুর রহমান দূর্জয় এমপি প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করার উদ্যোগগুলোকে আন্তরিক স্বাগত জানান এবং আয়োজক ও উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।
স্থানীয় শিল্পী নিপার মঞ্চ কাপানো নাচ আর নাতাশা রহমানের সূরের মূর্ছনায় দর্শক শ্রোতারা অভিভুত হন। অভিভুত হন কোরীয়ান শিল্পীদের মোহনীয় বাদ্যযন্ত্রের বাজনায়।
রক সঙ্গীত লিজেন্ড আউব বাচ্চুর গানের তালে তালে নাচতে থাকেন দর্শক-শ্রোতারাও। অনুষ্ঠানটি পরিচালনা করেন জয়া হালিম।
এডমন্টন সিটির বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।