কানাডার ম্যানিটোবায় আন্তর্জাতিক ভাষা দিবস প্রাদেশিক পালনীয় দিবসের মর্যাদা পেয়েছে। প্রদেশের মাল্টিকালচারালিজম ও লিটারেসি মন্ত্রী মাননীয় ফ্লর মার্সেলিনো রাজধানী শহর উইনিপেগে অবস্থানরত বাংলাদেশিদের ব্যাপক সমাগমে উপস্থিত হয়ে একুশের প্রথম প্রহরে ঘোষণাপত্রটি পাঠ করেন।
ম্যানিটোবাস্থ কানাডা-বাংলাদেশ অ্যাসোসিয়েশন (CBA), বাংলা স্কুল এবং ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (UMBSA) এর যৌথ উদ্যোগে ২০১৫ সালের ২১ ফেব্রুয়ারীর প্রথম প্রহরে ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ে বাংলাভাষী ও ভিন্ন ভাষাভাষিদের সবিশেষ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়।
মন্ত্রী মার্সেলিনো বাংলাদেশের ভাষা আন্দোলনের গৌরবগাঁথার সশ্রদ্ধ সম্মাননার পাশাপাশি ম্যানিটোবার সাংস্কৃতিক বহুধায়নে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মূল ভাবনার প্রয়োগিক ব্যবহারে বাংলাদেশীদের নেতৃস্থানীয় ভূমিকা গ্রহণের আহবান জানান।
- Prev
- Next >>