আলবার্টা, ২১ শে ফেব্রুয়ারী-বহুবিচিত্র সংস্কৃতির মাঝে প্রবাসে বাংলার ভাষার চর্চা, এর ব্যবহার এবং নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার অঙ্গীকার নিয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারিকে পালন করেছে বাংলাদেশ প্রেসক্লাব অব আলবার্টা । একুশের মধ্যাহ্নে অর্থাৎ বাংলাদেশের প্রথম প্রহরে কটি সামাজিক, সাংস্কৃতিক, ও পেশাজীবী সংগঠন এডমোনটনের ইউনিভার্সিটি অব ম্যাকুইনে স্থাপিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে বাংলাদেশ হেরিটেজ এন্ড এথনিক সোসাইটি অব আলবার্টা, বাংলাদেশ প্রেসক্লাব সেন্টার অব আলবার্টা (বিপিসিএ), মাহিনুর জাহিদ মেমোরিয়েল ফাউন্ডেশান, পেশাজীবিবৃন্দ, কিশোর-কিশোরী এবং অতিথিবৃন্দ, ফুলেল শ্রদ্ধার্ঘ্য জানায় বায়ান্নের মহান ভাষা শহীদের। বাংলাদেশ প্রেসক্লাব সেন্টার অব আলবার্টার সভাপতি বিশিষ্ট মুক্তিযোদ্ধা দেলোয়ার জাহিদ, শিক্ষাবিদ ড. নূরুল ইসলাম, ড. মুসফিক এবং বেসার কায্যকরী পরিষদের সদস্য টমাল ইসলাম. আহসান উল্লাহ রনি, ডলি ইসলাম, মাসুদ ভুইয়া, আনামুর রহমান এবং পরবর্তীতে তাদের সাথে যোগ দেন রাজশাহীর অন্যতম ভাষা সৈনিক মোঃ সিদ্দিক হুসাইন, অতিথি মেজবাউল ইসলাম, ড. হাফিজ উর রহমান, ও ড. মুসফিক প্রমুখ।
- Prev
- Next >>