এডমোনটন, আলবার্টা (১৪ ফেব্রোয়ারী ২০১৫)- শনিবার সন্ধ্যায় কানাডার এডমোনটন সিটিতে বাংলাদেশ প্রেসক্লাব সেন্টারে বাংলাদেশ হেরিটেজ এন্ড ইথনিক সোসাইটি অব আলবার্টা'র ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এক আলোচনা ও একুশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রবাসী সাংবাদিক-লেখক ও একাত্তুরের বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কানাডা সেন্ট্রাল ইউনিট কমান্ডের নির্বাহী সদস্য দেলোয়ার জাহিদ।
বক্তব্য রাখেন মাসুদ ভুইয়া- সাঃ সম্পাদক, আনামুর রহমান-যুগ্ম সাঃ সম্পাদক, সেক্রেটারী সোসাল এফেয়ার্স মোহাম্মদ মোবাশ্বের এবং এডমন্টন বিচিত্রার সম্পাদক সাইফুর হাসান।
সভাপতি দেলোয়ার জাহিদ প্রবাসে স্বদেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি শান্তি সংস্কৃতি ও সহযোগিতার ভাবধারায় সকলকে ঐক্যব্দ্ধভাবে ভবিষ্যতে কাজ করার আহ্বান জানান এবং জীবনের প্রতিটি দিন ও ক্ষণ ভালবাসা সমৃদ্ধ করতে অনুরোধ জানান।