সিডনি, ১২ মে ২০১৪ (বাসস/এএপপি) : অস্ট্রেলিয়ান স্পোর্টস লিজেন্ড ডোনাল্ড ব্র্যাডম্যানের টেস্ট ক্যারিয়ার শুরু করা প্রথম ক্রিকেট ব্যাটটি নিলামে উঠেছে এবং এক লাখ ৩৬ হাজার ডলার দাম পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
ক্রিকেট ইতিহাসে এ পর্যন্ত সর্বোচ্চ ৯৯.৯৪ গড় টেস্ট ব্যাটিংয়ের মালিক ব্র্যাডম্যান এ ব্যাটটি দিয়েই ১৯২৮ ইংল্যান্ডে বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট ক্যারিয়ার শুরু করেছিলেন।
শিশুদের একটি হাসপাতাল প্রতিষ্ঠায় তহবিল সংগ্রহের জন্য একটি প্রতিযোগিতার পুরস্কার হিসেবে ১৯৩০ সালে সিডনি সান পত্রিকাকে দান করেছিলেন তিনি। দীর্ঘ দিন পুরস্কার পাওয়া ছেলেটির কাছেই থাকা মহামূল্যবান এ ব্যাট খানা ২০০৮ সালে এক লাখ ৩৬ হাজার ডলারে বিক্রি করে দেন তিনি।
সংগ্রহকারি এই অস্ট্রেলিয়ান ব্যাট খানা মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ন্যাশনাল স্পোর্টস গ্রাউন্ডে সাজিয়ে রেখেছিলেন। তবে বর্তমানে তিনি এটা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন।
মেলবোর্নে নিলামকারি ম্যাক্সউইলিয়ামসন বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘এখনকার বাজার অনেক বেশি প্রতিযোগিতামুলক তবে কেনা দামের কাছাকাছি কিছু আমরা আশা করছি।’
‘ক্রিকেট এখন অনেক বড় সংগ্রহকারী সম্প্রদায় আছে সুতরাং আমরা এটা কোন সংগ্রহকারি কিংবা প্রতিষ্ঠানের কাছে বিক্রি করার আশা করছি।’
ব্যাটটিতে ‘ডিজিবি’ নামে ব্র্যাডম্যানের স্বাক্ষর রয়েছে। এছাড়া তার অভিষেক টেস্টে খেলা অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড দলের ১৯ জন খেলোয়াড়ের স্বাক্ষর ও রয়েছে।
নিজের অভিষেক টেস্টে ব্র্যাডম্যান দুই ইনিংসে মাত্র ১৮ ও ১ রান করেছিলেন। তবে পরবর্তীতে সর্বকালের সেরা ব্যাটসম্যানের স্বীকৃতি পেয়েছিলেন।
৯২ বছর বয়সে ২০০১ সালে মারা যান ব্র্যাডম্যান।
বিদায়ী টেস্টে তার ব্যবহৃত ক্যাপটি ২০০৮ সালে ৪ লাখ অস্ট্রেলিয়ান ডলারে বিক্রি হয়েছিল।