ছাপা 

 

ঘণ্টা তিন এক আগে প্যারিসে বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া সন্ত্রাসী হামলায় মৃতের সংখ্যা ১৫৩ জন ছাড়িয়েছে। শুক্রবার রাতে ফ্রাঞ্চের রাজধানীতে প্যারিসবাসী ও  বিভিন্ন দেশ হতে আগত পর্যটক যখন ফ্রান্স এবং জার্মানি মধ্যকার ফুটবল খেলা দেখছিল, তখন হঠাৎ একদল সন্ত্রাসী বাহিনী অভুতপুর্ব পব্দতিতে প্যারিসের নিরীহ মানুষের উপর আক্রমণ চালায় এবং অনেক মানুষের প্রানহানী ঘটায়।

 

হামলায় সন্ত্রাসবাহিনী এ, কে ৪৭ রাইফেল ব্যবহার করে এবং আত্নঘাতি বোমা বিস্ফোরণ ঘটায়। অন্ততপক্ষে ১০ থেকে ১৫ মিনিট যাবত সন্ত্রাসীরা গুলি ছুরে এবং বোমা বিস্ফোরণ করে। এতে করে স্টেডিয়াম এলাকায় রক্তের বন্যা বয়ে যায়। প্রতক্ষদর্শীরা জানান এদের একে অপরের সাথে কি কথা হচ্ছিল না বুঝা গেলেও, একজন কে ফ্রান্স ভাষায় সিরিয়া হামলার কথা বলতে শুনা গেছে... প্যারিসের নিরাপত্তা বাহিনী তাৎক্ষনিক ব্যবস্তা নিয়ে কয়েকজন সন্ত্রাসী কে গুলিবিদ্ধ করে হত্যা করতে সক্ষম হয়েছেন। সর্বমোট কতজন সন্ত্রসী এ হামলার সাথে জড়িত আছে তা সঠিক ধারণা না থাকলেও, শেষ খবর পাওয়া পর্যন্ত সেই দেশের সরকার দেশটিতে নির্দেশ না দেওয়া ছাড়া সর্বোচ্চ নিরাপত্তা বহাল রাখতে বলা হয়েছে।