ছাপা 

ঢাকা, ১২ মে, ২০১৪ (বাসস) : কাতার বাংলাদেশে লিকুয়েফাইড ন্যাচারাল গ্যাস (এলএনজি) খাতে বিনিয়োগ করতে আগ্রহী।
কাতারের জ্বালানি ও শিল্প মন্ত্রী ড. মোহাম্মদ বিন সালেহ আল-সাদা আজ সোমবার সেদেশে সফররত বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদের সাথে বৈঠককালে এ আগ্রহের কথা ব্যক্ত করেন।
তোফায়েল আহমেদ কাতার সরকারের আমন্ত্রণে “১৪-তম দোহা ফোরাম”-এ অংশগ্রহণের জন্য কাতারের রাজধানী দোহায় রয়েছেন।
তিনি কাতারের জ্বালানি ও শিল্প মন্ত্রী ড. মোহাম্মদ বিন সালেহ আল-সাদার সঙ্গে তার দপ্তরে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।
ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিঞ্জপ্তিতে বলা হয়, হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে তোফয়েল আহমেদ বাংলাদেশে কাতারের বিনিয়োগের পাশাপাশি বাংলাদেশ থেকে দক্ষ ও আধা দক্ষ জনশক্তি নেয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।
বাণিজ্য মন্ত্রী কাতার থেকে এলএনজি আমদানীর ওপর বিশেষ গুরুত্ব প্রদান করায় কাতারের জ্বালানি ও শিল্প মন্ত্রী এ ব্যাপারে তাঁর সর্বাত্মক সহযোগিতার কথা উল্লেখ করে বাংলাদেশে এলএনজি টার্মিনাল নির্মাণের আগ্রহ ব্যক্ত করেন।
এছাড়াও তারা পেট্রো বাংলা ও কাতার গ্যাস এ দু’টি সংস্থার মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে ঐকমত্য পোষণ এবং উভয় সংস্থার কর্মকর্তাদের পারস্পরিক সফর বিনিময়ের উপর গুরুত্ব প্রদান করেন।
এ সময় কাতারের মন্ত্রী ড. মোহাম্মদ বিন সালেহ আল-সাদা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের প্রশংসা করেন। তিনি কাতারের সার্বিক উন্নয়নে সেখানে কর্মরত বাংলাদেশী শ্রমিকদের অবদানের কথাও কৃতজ্ঞতার সাথে উল্লেখ করেন।
বাণিজ্য মন্ত্রী বাংলাদেশে কাতারের সম্ভাব্য বিনিয়োগের বিষয়ে নানাবিধ সুবিধাদি সম্পর্কে কাতারের মন্ত্রীকে অবহিত করেন এবং কাতারে বাংলাদেশের শ্রমিকদের কর্মসংস্থানে কাতার সরকারের সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
কাতার সরকারের জ্বালানি ও শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মাসুদ মাহমুদ খোন্দকার এ সময় উপস্থিত ছিলেন।