ছাপা 

ঢাকা, ১২ মে, ২০১৪ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিংসায় উন্মত্ত পাশবিক শক্তিকে দমন করার জন্য আজকের পৃথিবীতে মহামতি গৌতম বুদ্ধের শিক্ষার একান্ত প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন।
তিনি বলেন, ভয়, লোভ-লালসাকে অতিক্রম করে গৌতম বুদ্ধ সারাজীবন মানুষের কল্যাণ এবং শান্তি প্রতিষ্ঠায় অহিংসা, মৈত্রী ও করুণার বাণী প্রচার করেছেন। শান্তি ও সম্প্রীতির মাধ্যমে আদর্শ সমাজ গঠনই ছিল তাঁর (বুদ্ধ) একমাত্র লক্ষ্য।
শেখ হাসিনা শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ এক বাণীতে এ কথা বলেন।
প্রধানমন্ত্রী মহামানব গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ এবং মহাপ্রয়াণের স্মৃতিবিজড়িত পবিত্র বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দেশের বৌদ্ধ সম্প্রদায়সহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানান।
তিনি বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে উল্লেখ করে বলেন, এ দেশে প্রত্যেক ধর্মের মানুষ মুক্ত পরিবেশে নিজ-নিজ ধর্ম নির্বিঘ্নে প্রতিপালন করে থাকেন।
বৌদ্ধ ধর্মাবলম্বীরাও যুগ যুগ ধরে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে সমানভাবে অংশগ্রহণ করে আসছেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমি আশা করি জ্ঞান, মেধা, কর্মদক্ষতা ও কৃতিত্বে এ দেশের বৌদ্ধ সম্প্রদায় গৌতম বুদ্ধের আদর্শে আরও উজ্জীবিত হবে।’
তিনি বলেন, গৌতম বুদ্ধের অহিংস, সাম্য ও মৈত্রীর বাণী এবং তাঁর জীবনাদর্শ ধারণ ও লালন করে আমরা এ দেশকে একটি মানবিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্বসভায় প্রতিষ্ঠিত করতে সক্ষম হবো।
প্রধানমন্ত্রী বলেন, ‘বুদ্ধ পূর্ণিমা সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক- এ কামনা করছি।’